থেরাপি ল্যাব একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি
ইহা একটি অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান।
উদ্দেশ্যেঃ
প্রতিবন্ধী শিশু ও ব্যক্তির জীবন মান উন্নয়নের জন্য
স্বল্পমূল্যে চিকিৎসার টেস্ট/এসেসমেন্ট, থেরাপি,ট্রেনিং
এবং কর্মমুখী দক্ষতা উন্নয়নে কাজ করছে।
লক্ষ্য সমূহঃ
- এসেসমেন্ট বা টেস্টের দ্বারা রুগীর থেরাপি ও দক্ষতার মাত্রা নির্ণয় এবং রোগের সম্ভাব্য
গতিধারা সম্বন্ধে পূর্বাভাস নির্ধারন করা।
- মান সম্মত পেশাদার দক্ষ থেরাপিস্ট দ্বারা
চিকিৎসা এবং পুনর্বাসন সেবা পরিচালনা করা।
- ১ঃ১ ভিত্তিতে চিকিৎসা নির্ভর স্পেশাল
স্কুলিং ও ডে-কেয়ার সেবা প্রদান করা।
- মা বাবা,কেয়ারগিভার এবং টিচারদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা।
B.Our Services আমাদের সেবাসমূহঃ
প্রধানত ৬ টি চিকিৎসা ভিত্তিক সেবামূলক কার্যক্রম চলমান
1) SLT Assessment /Test
2) Therapy Programmes
(SLT/OT/ABA/OPT/SIT)
3)Anondo Lab Special Day Care Centre.
1:1 Day Long Therapy
Programme (Full Shift 6H)
(Half Shift 3 Hours)
4) Specialist Doctors/Therapists/Nutritionist/Psychologist Visit Programme
5) Workshop and Training Program
6) Social Awareness and Free Health Camping
@বিস্তারিত@
1- Assessment/Test
প্রতিটি এসেসমেন্ট/টেস্টের অনলাইন ফি ১০০০৳ মাত্র।
থেরাপি ল্যাব মূলত ১৬ টি বা বৈকল্যের তীব্রতার মাত্রা নির্ণয় করে থাকেন নিম্নের এসেসমেন্ট চেকলিস্ট গুলোর দ্বারা।
১) Stammering Assessment বা তোতলামির তীব্রতার মাত্রা নির্ণয় চেকলিস্ট।
২)Dementia Assessment ডিমেনশিয়ার তীব্রতার মাত্রা নির্ণয় চেকলিস্ট।
৩)Child Development Assessment বা শিশুর স্বাভাবিক বিকাশের মাত্রা নির্ণয় চেকলিস্ট
৪)Voice Test/ Assessment বা কন্ঠস্বরের সমস্যার তীব্রতার মাত্রা নির্ণয় চেকলিস্ট।
৫)Child Neuro development (ASD/ADHD/DS/ID/CP) Assessment বা শিশুর অটিজম এবং স্নায়ুবিক বিকাশ বৈকল্যের মাত্রা নির্ণয় চেকলিস্ট।
৬) Social or Pragmatics Skill Assessment বা ভাষার উচ্চতর ব্যবহার এবং সামাজিক আচরণ বৈকল্যের তীব্রতার মাত্রা নির্ণয় চেকলিস্ট।
৭) After Strake SLT Assessment বা স্ট্রোকের পরে যোগাযোগ বৈকল্যের মাত্রা নির্ণয় চেকলিস্ট।
৮) Acquired Neurocognitive(TBI/Parkinson's/Alzheimer's/Motor Neuron)Disorder Assessment বা বয়স্কদের স্নায়ুবিক বুদ্ধিবৃত্তিয় বৈকল্যের তীব্রতার মাত্রা নির্ণয় চেকলিস্ট।
৯)Learning Disorder Assessment বা শিখন বৈকল্যের তীব্রর মাত্রা নির্ণয় চেকলিস্ট।
১০)Articulation/Phonological Assessment বা উচ্চারণ বৈকল্যের তীব্রতার মাত্রা নির্ণয় চেকলিস্ট।
১১) Preverbal skills Assessment বা প্রাক-বাচনিক বৈকল্যের তীব্রতার মাত্রা নির্ণয় চেকলিস্ট।
১২)Play Skills Assessment শিশুর খেলাধুলার দক্ষতার বিকাশ নির্ণয় চেকলিস্ট
১৩)Child Health and Perceptual Ability Assessment checklist (শিশুর স্ব্যাস্থ এবং উপলব্ধিমূলক দক্ষতা নির্ণয় চেকলিস্ট)
১৪) Oral Pharyngeal Motor ability and Sensory characteristics Assessment
১৫) Eating Drinking and Swallowing characteristics Assessment
১৬) Speech and Language Components Assessment
2) Programmes
(SLT/OT/ABA/OPT/SIT)
প্রতিটি থেরাপির অনলাইন ফী ১০০০৳ মাত্র।
3) Anondo Lab Special Day Care Centre
ভর্তি ফি ৫০০০৳ মাত্র।
ফুল সিফটের ফি ১০০০০৳ মাত্র।
হাফ শিফটের ফি ৬০০০৳ মাত্র।
1:1 Day Long Therapy
Programme (Full Shift 6H)
(Half Shift 3 Hours)
আনন্দ ল্যাব
"একটি মাতৃস্নেহ তুল্য যথার্থ সেবা কেন্দ্র"
বিশেষ শিশুদের চিকিৎসা ও পুনর্বাসন মূলক সেবা কেন্দ্র।যে সকল শিশু স্বাভাবিক বিকাশে পিছিয়ে আছেন। তাদের কে বিভিন্ন চিকিৎসা ভিত্তিক প্লে-প্রোগ্রাম, থেরাপি এবং ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে কার্যকরি জীবন যাপনে অভ্যস্ত করতে চেষ্টা করা হয়।
১)"আনন্দ ল্যাব" একটি মাতৃস্নেহ তুল্য যথার্থ সেবাকেন্দ্র।
২)অটিজম, ডাউনসিন্ড্রোম, সেরিব্রাল পালসি,বুদ্ধি প্রতিবন্ধী ও সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সু-খবর।
৩)আপনার কিংবা পরিচিত কারো সন্তান কি?
- অনেক অস্থির এবং চোখের দিকে কম তাকায়?
-ডাকলে সাড়া দেয় না? অন্যমনস্ক থাকে?
- দুই বছর হয়ে যাচ্ছে কথা বলছে না? স্পিচ ডিলে?
- আচরণগত সমস্যা আছে? পড়ালেখায় অমনোযোগী?
- তোতলামি আছে বা অস্পষ্ট উচ্চারণে কথা বলে?
- স্বাভাবিক বিকাশে পিছিয়ে আছে?
- খেলনার ব্যবহার বুঝেনা? সমবয়সী দের সাথে মিশে খেলতে পারেনা?
- শারিরীক কিংবা বুদ্ধিপ্রতিবন্ধী?
#তাহলে আর দেরি না করে শিশুর প্রয়োজন অনুযায়ী স্পিচথেরাপি, অকুপেশনাল ও সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি এবং প্রি-এডুকেশনসহ প্রয়োজনীয় ট্রেনিং এর মাধ্যমে স্বভাবিক জীবন যাপনে অভ্যস্ত করে তোলার জন্য " আনন্দ ল্যাবে" ভর্তি করাতে পারেন।
৪) আমাদের আছে :
-ডাক্তার, ক্লিনিক্যাল থেরাপিস্ট ও সাইক্লোজিস্ট, নিউট্রেশনিস্ট এবং স্পেশাল এডুকেটরের সমন্বয়ে সু-দক্ষ বিশেষজ্ঞ মান্টিডিসিপ্লিনারি টিম।
৫) আমাদের সেবা সমূহঃ
- এসেসমেন্ট ও পুনর্বাসন পরামর্শ
- ১ঃ১ স্কুলিং
- মাসিক থেরাপি প্রোগ্রাম
- টেলিমেডিসিন ও হোমকেয়ার সার্ভিস
- ডায়েট কনসালটেন্সি।
- ভোকেশনাল ট্রেনিং ও ডে কেয়ার সেন্টার
এছাড়াও আরো আছে-
প্রতিমাসে স্পেশাল টিচার, প্যারেন্টস, কেয়ার গিভারদের জন্য ভিন্ন মেয়াদী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।
৬) আপনার পরিবার বা পরিচিত কারো- যদি
প্রতিবন্ধীশিশু বা ব্যক্তির কথা বলতে, কানে শুনতে খাবার গিলতে সমস্যা হয়। তবে চিকিৎসার ও পুনর্বাসন পরামর্শের জন্য ফোন করুনঃ
01762030500/01979030500
আনন্দ ল্যাব সংম্পরকে কিছু জিজ্ঞাসা।
প্রশ্নঃ ১) আনন্দ ল্যাব কি?
উঃ বিশেষ শিশুদের বিকাশ সহায়ক চিকিৎসা নির্ভর ১ঃ১ ভিত্তিক স্পেশাল স্কুল। যাহা থেরাপি ল্যাব লিমিটেড এর অধিভুক্ত।
প্রশ্নঃ ২) আনন্দ ল্যাবের লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ কি কি?
উঃ লক্ষ্য একটাই সমাজের বিশেষ শিশুদের চিকিৎসা ও ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে স্বাবলম্বী ও কর্মক্ষম করতে সাহায্য করা।
উদ্দেশ্য তিনটি। যথা
- শিশুর দক্ষতা ও প্রতিভা অনুসন্ধান করে বিকাশে সহায়তা করা।
- শিশুর প্রতিবন্ধকতা প্রশমিত করে যথাযথ প্রতিষ্ঠানে প্রবেশগম্যতা এবং অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সহায়তা করা।
- শিশুদের যথাযথ চিকিৎসা ও কর্মমুখি প্রশিক্ষণের অংশগ্রহণে সহায়তা কর।
প্রশ্ন ৩) আনন্দ ল্যাব এর সিলেভাব এবং দৈনন্দিন কার্যক্রমের রুটিন সংম্পরকে জানতে চাই।
উঃ শিশুর মোট ১০ ক্ষেত্রের সমন্বয়ে আনন্দ ল্যাবের সিলেবাস পরিচালিত। যথা-
প্রশ্নঃ ৪) আনন্দ ল্যাবের ভোকেশনাল ট্রেনিং সংম্পরকে জানতে চাই।
প্রশ্নঃ ৫) আনন্দ ল্যাবের ভবিষ্যৎ পরিকল্পনা সংম্পরকে জানতে চাই
প্রশ্নঃ ৬) আনন্দ ল্যাবের ব্রাঞ্চ,সেল এবং সেন্টর সংম্পরকে জানতে চাই
আনন্দ ল্যাব একটি
প্রশ্নঃ ৭) আনন্দ ল্যাবে শিশুর ভর্তি প্রক্রিয়া এবং বেতন ও আনুশংঙ্গিক ফি সংম্পরকে জানতে চাই।
প্রশ্নঃ৮) আনন্দ ল্যাবের সাথে জরিত বিশেষজ্ঞ দের সংম্পরকে জানতে চাই
প্রশ্নঃ ৯) আনন্দ ল্যাব থেকে সেবা নিয়ে কেউ স্বাভাবিক জীবনে ফিরছেন এমন সাফল্যের গল্প সংম্পরকে জানতে চাই?
প্রশ্নঃ ১০) আনন্দ ল্যাবের ফান্ডিং এবং আয় ব্যয় সংম্পরকে জানতে চাই।
Specialist Doctors/Therapists/Nutritionist/Psychologist Visit Programme
বিশেষজ্ঞদের অনলাইন পরামর্শ ফি ১০০০৳ মাত্র।
১১) Workshop and Training Programmes বিভিন্ন মেয়াদি ওয়ার্কশপ এবং ট্রেনিং প্রোগ্রাম এর জন্য নির্ধারিত ফি পরিবর্তনশীল। যা ট্রেনিং ওয়ার্কশপের অবস্থা এবং সময়ের ব্যাপ্তির উপর নির্ভর করে ঠিক করা হয়।
7. Therapy Lab এর ভবিষ্যৎ পরিকল্পনাঃ
বাংলাদেশের প্রতিটি জেলায় নিম্নের ৬ টি প্রতিষ্ঠান নির্মাণ করে পরিচালনা করবে।
1) Child Care and Geriatric Hospital
2) Scientific Diagnostics Lab
3) Therapy and Research Centre
4) Inclusive School and Day Care
5) Free Food Court and Cafeteria
6) Creative Vocational and Training Centre
Mission:
প্রতিবন্ধী শিশুকিশোর এবং বৃদ্ধাদের জীবনমান উন্নয়ন এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য।
Visions :
১) শিশুদের সার্বিক উন্নায়নের জন্য নিরাপদ ডে-কেয়ার সেন্টার, স্কুল (নরমাল এবং ইনক্লুসিভ), খেলাধুলা ও বিনোদন সেন্টার নির্মাণ।
২) শিশু এবং বয়স্কদের চিকিৎসা সেবার জন্য মান সম্মত হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার নির্মাণ।
৩) প্রতিবন্ধী ব্যাক্তি এবং বয়স্কদের জন্য গবেষণাধর্মী থেরাপি সেন্টার নির্মাণ।
৪) শিশু-কিশোর এবং প্রতিবন্ধী ব্যাক্তিদের দক্ষতার ভিত্তিতে জীবনমান উন্নায়নের জন্য কর্মমুখি ট্রেনিং ইনিস্টিউট নির্মাণ।
৫) অসহায় দুস্থদের জন্য বিনামূল্যে খাবার প্রদানের জন্য কর্মমুখি কৃষি খামার ও ফার্ম প্রতিষ্ঠা।
৬) সৃজনশীল দক্ষতা নির্ভর কারিগরি প্রশিক্ষণ ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা।
8. Our Specialists Team Members আমাদের পেশাজীবি গনেরতালিকাঃ
9.Our Honorable Donor List আমাদের সন্মানিত দাঁতাদের তালিকা
স্বল্পমূল্যে থেরাপি,এসেসমেন্ট, ট্রেনিং
এবং পুনর্বাসন পরামর্শ,নিতে আমাদের ফোন করতে পারেনঃ
+8801762030500/+8801979030500
থেরাপি ল্যাব একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি ইহা একটি অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান। উদ্দেশ্যেঃ প্রতিবন্ধী শিশু ও ব্যক্তির জীবন মান উন্নয়নের জন্য স্বল্পমূল্যে চিকিৎসার টেস্ট/এসেসমেন্ট, থেরাপি,ট্রেনিং এবং কর্মমুখী দক্ষতা উন্নয়নে কাজ করছে।
বাসা- ২৫৭ .রোড-৮ আমতলা কাঁচাবাজার,সেনপাড়া পর্বতা ঈদগাঁ মাঠ ও বায়তুল কারার মসজিদের সামনে মিরপুর ১০,ঢাকা ১২১৬।
(Head Office:01762-030500/01979-030500)(Dhaka:01778-995001)(Thakurgaon :01755-204042)(Panchagarh:01831-707738)
info@therapylabonline.com
আমাদের পাশে থাকুন