Please Login First for the assessment
চেকলিস্ট– ১ Preverbal Skill Assessment
হ্যাঁ (3) মাঝে মধ্যে (2) সাহায্য লাগে (1) না (0)

১। শিশু যোগাযোগের সময় স্বাভাবিক ভাবে চোখের দিকে তাকায় বা Eye Contact করে কি?

২। কাংখিত খেলনা, জিনিস পত্র,বস্তুর দিকে আংঙ্গুল দিয়ে নির্দেশ (Finger Point) করতে পারে কি?

৩। Vocalization বা অর্থহীন মৌখিক শব্দ (আ...এ…বি… ইত্যাদি) করতে পারে কি?

৪। আবেগ অনুভূতির ব্যাপারগুলো Facial Expression বা মুখোভংগীতে ( ) ফুটিযে তুলতে পারে কি?

৫। অনুকরণ বোঝে করতে পারে কি? যেমন-হাতে তালি দেওয়া, টাটা-বাইবাই করা, সালাম দেওয়া ইত্যাদি অনুকরণ করতে পারে কি?

৬। মৌখিক শব্দ (বাবা, মামা, দাদা, তাতা, আ..ই..উ..) এবং জিহবা বের করা, ফু দেওয়া, গাল ফোলানো ইত্যাদি অনুকরণ করতে পারে কি?

৭। দেওয়া-নেওয়া (Turn-take) বুঝে করতে পারে কি?

৮। অনুরোধ (Requesting) বুঝতে হাত পেতে চাইতে বা দেখাতে পারে কি?

৯। মনোযোগ (Attention) দেওয়ার ব্যাপারে কোন কাজ বা খেলার সময় পারস্পরিক মিলেমিশে মনোযোগ দিতে পারে কি?

১০। খেলা বা যোগাযোগের সময় পালাবদল করতে স্থির হয়ে অপেক্ষা করতে পারে কি?

১১। নিজের পছন্দ বোঝাতে দুইটির মধ্যে একটি পছন্দ করতে (Choice Making) পারে কি?

১২। কার্যক্রম (Cause & Effect) যেমন সুইচ টিপলে লাইট জ্বলে, ফ্যান ঘুরে ইত্যাদি বুঝতে/বোঝাতে পারে কি?

১৩। বস্তু বা খেলনার সঠিক ব্যবহার (Physical Manipulation) যেমন গাড়ি চলে,কলম লিখে, পাখি উড়ে ইত্যাদি বুঝে ও খেলতে পারে কি?

১৪। কোন বস্তুর অস্থিত্ব (Object Permancence) থাকা বা নিলিন হওয়া বোঝে কি?

১৫। Phonation (আ…ই… উ…এ… ও… অ… হিসশন..) টেনে টেনে বলতে পারে কি?

১৬। নিজের অংঙ্গ সমূহ (Body Parts) চিনে দেখাইতে পারে কি?

১৭। One Step Command বা এক কথার আদেশ যেমন-আসো,যাও, উঠো, বস দাও নাও ইত্যাদি নির্দেশ অনুসরণ করতে পারে কি?

১৮। নিজের প্রয়োজন আবেগ বুঝাতে কান্না ছাড়া অন্য কোন মৌখিক শব্দ যেমন- না, হ্যা, এই, ঔটা, ওহো ইত্যাদি ব্যবহার করে কি?

১৯। নিজের নিত্যকার জীবনের কমপক্ষে ১০টি খেলনা/বস্তু যেমন- জামা, জুতা, পানির পট, ফিডার, খেলনা চিনে বুঝতে পারে কি?

২০। অর্থসহ বা উদ্দেশ্য মূলক কমপক্ষে ৫ শব্দ যেমন – মা, বাবা-বা, দাদা-দা ইত্যাদি বলে কি?

#

থেরাপি ল্যাব একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি ইহা একটি অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান। উদ্দেশ্যেঃ প্রতিবন্ধী শিশু ও ব্যক্তির জীবন মান উন্নয়নের জন্য স্বল্পমূল্যে চিকিৎসার টেস্ট/এসেসমেন্ট, থেরাপি,ট্রেনিং এবং কর্মমুখী দক্ষতা উন্নয়নে কাজ করছে।

Follow Us

যোগাযোগ করুন

বাসা- ২৫৭ .রোড-৮ আমতলা কাঁচাবাজার,সেনপাড়া পর্বতা ঈদগাঁ মাঠ ও বায়তুল কারার মসজিদের সামনে মিরপুর ১০,ঢাকা ১২১৬।

(Head Office:01762-030500/01979-030500)(Dhaka:01778-995001)(Thakurgaon :01755-204042)(Panchagarh:01831-707738)

info@therapylabonline.com

Newsletter

আমাদের পাশে থাকুন

©Therapylabonline . All Rights Reserved - 2023