Please Login First for the assessment
চওয়া বা অনুরোধ করার দক্ষতার বিকাশ
না (0) প্রায় (2) হ্যাঁ (4) মাঝে মধ্যে (3)

১। ভদ্রতা/নম্রতার সাথে অনুরোধ করতে পারে কি?

২। নিজে নিজে কোন কিছু পছন্দ করতে পারে কি?

৩। কোন জিনিস চাইতে বর্ণনা করতে পারে কি?

৪ । নিজস্ব/ব্যাক্তিগত প্রয়োজন বলতে ও প্রকাশ করতে পারে কি?

৫। কোন সাহায্যের জন্য অনুরোধ করতে/বলতে পারে কি?

নির্দেশনা দেয়ার দক্ষতার বিকাশ
না (0) প্রায় (2) হ্যাঁ (4) মাঝে মধ্যে (3)

১। কোন খেলাতে/খেলায় নির্দেশনা দিতে পারে কি?

২। কোন কিছু তৈরী করতে নির্দেশনা দিতে পারে কি?

৩। কোন কিছু চাইলে, অনুরোধ করলে, নির্দেশ দিলে তা বুঝে করতে পারে কি?

ব্যক্তিগত অনুভূতি বা মতামত বিকাশের দক্ষতা
না (0) প্রায় (2) হ্যাঁ (4) মাঝে মধ্যে (3)

১। যে কোন ধরনের অনুভূতি চিহ্নিত (ভালা লাগা, খারাপ লাগা) প্রকাশ করতে পারে কি?

২। যে কোন ধরনের অনুভূতি ব্যাখ্যা বিশ্লেষন করে বলতে পারে কি?

৩। কোন কিছুর/কাজের জন্য (অনীহা) অজুহাত দেখাতে পারে কি?

৪ । যে কোন কাজ করার সুযোগ করে দিলে সে কাজ করতে সমর্থন/আগ্রহী হয় কি না?

৫। কোন গুরুত্বপূর্ণ তথ্য যেমন (নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, জন্ম তারিখ) ইত্যাদি নিজে নিজে বলতে পারে কি?

পারস্পারিক যোগাযোগের ক্ষেত্রে সামাজিক শিষ্টাচারের বিকাশ
না (0) প্রায় (2) হ্যাঁ (4) মাঝে মধ্যে (3)

১। অন্যের সাথে বা অন্য কারো সাথে ভালো আচরন/বিনয়ের সাথে আচরন করে কি?

২। যে কোন জায়গায়/পরিবেশের ধরন অনুযায়ী সামাজিক যোগাযোগ গুলি (সালাম দেয়া, বিদায় দেওয়া, অন্যের কথা মনোযোগ দেওয়া) করতে পারে কি?

৩। মনোযোগ দিয়ে কোন কথা শুনতে চায় কি?

৪। অসম্পূর্ণ কোন কথা গুছিয়ে সম্পূর্ণভাবে বলতে পারে কি?

৫। যে কোন কথা/যে কোন কিছু নিজে নিজে বুঝে বলতে পারে কি?

৬। যে কোন ধরনের কথা বা কাজ শেষ হলে সেটা বুঝতে পারে কি?

৭। মুদ্রা দোষ (হ্যা, এ্যা, ও) ইত্যাদি না বলে সাবলীল ভাবে কথা বলতে পারে কি?

৮। অনাকাঙ্খিত কোন আচরন/কাজে ব্যাখ্যা দিতে পারে কি?

৯। কোন সমস্যাতে পরে গেলে সেটা সমাধানের জন্য অনুরোধ করতে পারে কি?

১০। যে কোন সমস্যার ব্যাখ্যা দিতে পারে কি?

১১। অন্যকে ব্যাঙ্গ করা বা অবেহেলাকরা / ছোট করে কিছুতে পারে কি ?

১২। অন্যের কথার/মতামতের সাথে অম্মতি প্রকাশ করে কি?

১৩। অন্যকে প্রশংসা/অন্যের প্রশংসা শুনতে পছন্দ করে কি?

১৪ । কথা দিয়ে কথা রাখতে পারা বুঝে কি?

প্রশ্নকরার দক্ষতার বিকাশ
না (0) প্রায় (2) হ্যাঁ (4) মাঝে মধ্যে (3)

১। কোন কিছু জানতে/বুঝতে বার বার প্রশ্ন করে ?

২।ধারাবাহিকভাবে/ধারাবাহিকতা বজায় রেখে কোন তথ্য/প্রশ্ন করতে/বলতে পারে কি?

৩। আগ্রহ নিয়ে/জানার ইচ্ছা নিয়ে কোন প্রশ্ন করতে পারে কি?

৪। কোন ধরনের সমস্যার সমাধান করতে/সমাধান করার জন্য কোন কিছু নিয়ে প্রশ্ন করতে পারে কী/বুঝে কি?

৫ । সম্ভাবনাময় কোন কিছুর জন্য ধারনা করে কোন প্রশ্ন করতে পারে কি?

কল্পনা করে গুছিয়ে বলার দক্ষতার বিকাশ
না (0) প্রায় (2) হ্যাঁ (4) মাঝে মধ্যে (3)

১। বিভিন্ন চরিত্রে নিজেকে তৈরি করতে/উপস্থাপন করতে পারে কি?

২। বিভিন্ন জিনিস দিয়ে কোন কিছু তৈরী করতে পারে কি?

৩। যে কোন ধরনের অনুষ্ঠান/প্রোগ্রাম/পরিবেশের অবস্থা বুঝে সেটা বর্ণনা করতে পারে কি?

৪। কোন কিছু শুনে গল্প/কবিতা/কথা সেগুলি পূনরায় সঠিকভাবে বলতে পারে কি?

৫। ছবি দেখে/ছবির ধারাবাহিকতার সঠিক ধরনা মেনে (৪-৬) ফেমে তা সাজাতে/গুছাতে পারে কি?

#

থেরাপি ল্যাব একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি ইহা একটি অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান। উদ্দেশ্যেঃ প্রতিবন্ধী শিশু ও ব্যক্তির জীবন মান উন্নয়নের জন্য স্বল্পমূল্যে চিকিৎসার টেস্ট/এসেসমেন্ট, থেরাপি,ট্রেনিং এবং কর্মমুখী দক্ষতা উন্নয়নে কাজ করছে।

Follow Us

যোগাযোগ করুন

বাসা- ২৫৭ .রোড-৮ আমতলা কাঁচাবাজার,সেনপাড়া পর্বতা ঈদগাঁ মাঠ ও বায়তুল কারার মসজিদের সামনে মিরপুর ১০,ঢাকা ১২১৬।

(Head Office:01762-030500/01979-030500)(Dhaka:01778-995001)(Thakurgaon :01755-204042)(Panchagarh:01831-707738)

info@therapylabonline.com

Newsletter

আমাদের পাশে থাকুন

©Therapylabonline . All Rights Reserved - 2023