সদস্য হবার নিয়মঃ
সদস্য হবার জন্য নিন্ম সদস্য ফরম ফিলাপ করে অফিসে জমা দিতে হবে। সদস্য ফরম ডাউনলোড করে নিন।
আবেদনঃ
আমি চিকিৎসা ও পূর্ণবাসন ভিত্তিক সেবামূলক প্রতিষ্ঠান এর সদস্য পদে আবেদন করতে আগ্রহী। সদস্যাগণের সকল শর্ত
ও সুবিধাসমূহ সম্পর্কে আমি অবগত। আমি এই প্রতিষ্ঠান এর সকল নিয়ম-কানুন ও আচারণ বিধি মেনে চলবো। উক্ত প্রতিষ্ঠানে আমাকে সদস্য হিসাবে অর্ন্তভুক্ত করার জন্য অনুরোধ করা হইলো।
সদস্য ফরম
নাম:……………………………………………………….. বয়স:……………………………………………………………. পেশা ……………………………………………………………………………..
এনআইডি নংঃ…………………………………………………………ফোন নংঃ………………………………………………………রক্তের গুপ:……………………………………………………
ঠিকানা ঃ …………………………………………………………………….জাতীয়তাঃ ………………………………………………………..ধর্মঃ……………………………………………………….
সদস্য নাম্বার ঃ……………………………………………………………………………
শর্ত সমূহঃ
1। এক কপি পাসপোর্ট ও এক কপি স্ট্যাম্প সাইজ রঙ্গিন ছবি জমা দিতে হবে।
2। এক কপি ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে।
3। চেয়ারম্যানের প্রত্যয়ন পত্র জমা দিতে হবে।
4। রেজিস্ট্রেশন ফি 100/- টাকা মাত্র।
5। নির্ধারিত মাসিক ফি প্রতি মাসের 5 তারিখের মধ্যে জমা দিতে হবে।
সদস্যের সুবিধা সমূহ:
1। সদস্যের পরিবোরের সকলের জন্য স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি সেবা, সারাজীবনের জন্য ফ্রি।
2। সদস্যের পরিবারের সকলের জন্য চিকিৎসা পরামর্শ ফ্রি।
3। সদস্যের পরিবারের বিশেষ শিশুর কর্মসংস্থান ও পূর্ণবাসনের ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান অঙ্গিকারবদ্ধ।
-------------------------------------------- ------------------------------------------------------------ ---------------------------------------
সদস্যের স্বাক্ষর পরিচালকের স্বাক্ষর চেয়ারম্যানের স্বাক্ষর
ফরম টি ডাউনলোড করে অফিসে জমা দেবার জন্য অনুরোধ করা গেল।
ফরম ডাউনলোড ক্লিক করান
থেরাপি ল্যাব একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি ইহা একটি অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান। উদ্দেশ্যেঃ প্রতিবন্ধী শিশু ও ব্যক্তির জীবন মান উন্নয়নের জন্য স্বল্পমূল্যে চিকিৎসার টেস্ট/এসেসমেন্ট, থেরাপি,ট্রেনিং এবং কর্মমুখী দক্ষতা উন্নয়নে কাজ করছে।
বাসা- ২৫৭ .রোড-৮ আমতলা কাঁচাবাজার,সেনপাড়া পর্বতা ঈদগাঁ মাঠ ও বায়তুল কারার মসজিদের সামনে মিরপুর ১০,ঢাকা ১২১৬।
(Head Office:01762-030500/01979-030500)(Dhaka:01778-995001)(Thakurgaon :01755-204042)(Panchagarh:01831-707738)
info@therapylabonline.com
আমাদের পাশে থাকুন