Please Login First for the assessment
কেমন এবং কী ধরনের তোতলামি হয়?
না (0) প্রায় (2) হ্যাঁ (4) মাঝে মধ্যে (3)

১। থামা বা আটকানো ছাড়াই কথা বলতে পারেন কী?

২। একই কথা বারবার না বলে স্বাভাবিক গতিতে বলতে পারেন? অর্থাৎ শব্দ বা শব্দাংশের পুনরাবৃত্তি ছাড়া কথা বলতে পারে কি?

৩। টেটে টেনে ছাড়া কথা বলতে পারে কি?

৪। এ্যা, উম, হুম, জ্যা ইত্যাদি শব্দগুলো অতিরিকত্ ব্যবহার ছাড়া সাবলীল ভাবে বলতে পারে কি?

৫। মুদ্রদোষ বা অভ্যাস বশত একই শব্দ (যেমন-মানে, ঠিক আছে, আবার, ইত্যাদি) অতিরিক্ত বলা ছাড়া অনর্গল কথা বলতে পারে কি?

তোতলামির কারণ এবং প্রকারভেদ।
না (0) প্রায় (2) হ্যাঁ (4) মাঝে মধ্যে (3)

১। পরিবারের অন্যকারো তোতলামি আছে তাই তোতলামি হয় এমন মনে হয়?

২। মাথায় আঘাত বা এক্সসিডেন্টের ফলে বলতে সমস্যা হচ্ছে। এমন মনে হয়?

৩। মানসিক আঘাত বা অন্যকোনো দূর্ঘটনা ফলে তোতলামি শুরু হইছে এমন মনে হয়?

৪। সবসময় না মাঝেমধ্রে তোতলামি হয়? চিকিৎসা ছাড়াই ঠিক হবে। এমন মনে হয়?

৫। ছেঅটকাল থেকে তোতলামি। চিকিৎসা করলে সম্পূর্ণ ভালো হবে এমন মনে হয়?

কোন অবস্থায় কী রকম তোতলামি হয়?
না (0) প্রায় (2) হ্যাঁ (4) মাঝে মধ্যে (3)

১। কথা শুরু করতে ভয়, সংকোচ ছাড়াই বলতে পারে কি?

২। অপরিচিত জনের সাথে কথা শুরু করতে তোতলামি হবে এমন দ্বিধাবোধ ছাড়াই বলতে পারে কি?

৩। বাক্যের মাঝে কথা আটকায় বা তোতলামি হবে এমন আশঙ্কা ছাড়া নির্দ্বিধায় কথা বলতে পারে কি?

৪। অন্যের সাথে তোতলামি ছাড়াই কথোপকথন চালিয়ে যেতে পারে কি?

৫। কোন কিছু বর্ণনা করার সময় তোতলামির উদবেগ বা আশংকা ছাড়াই বর্ণনা করতে পারে কি?

তোতলামিকে প্রভাবিত করে এমন আচরণ।
না (0) প্রায় (2) হ্যাঁ (4) মাঝে মধ্যে (3) না (0)

১। তোতলামি হবে এমন চিন্তায় পালিয়ে নাগিয়ে সাহসিকতার সাথে আগ্রহী হয়ে অন্যের সাথে কথা বলে কি?

২। অপরিচিত পরিবেশে তোতলামির জন্য বুক ধড়ফড় ছাড়াই পূর্ণ আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারে কি?

৩। তোতলামির মুহুর্তে ঘাড়ের মুখের মাংশ পেশি টান টান বা শক্ত হয়ে গেলে। নিজেকে রিলাক্স বা শিথিল করে বলতে পার কি?

৪। শ্বাস-প্রশ্বাস স্বাবিক রেখে শান্ত চিত্তে তোতলামি ছাড়া কথা বলতে পারে কি?

৫। কথা বলার সময় দ্রæত বা তাড়াহুড়ো করে না বলে থেমে থেমে তোতলামি ছাড়া কথা বলতে পারে কি?

তোতলামির সাথে সম্পৃর্কিত ব্যক্তিত্বের ধরণ।
প্রায় (2) হ্যাঁ (4) মাঝে মধ্যে (3) না (0)

১। তোতলামির জন্য লজ্জা না পেয়ে অন্যের প্রয়োজনীয় কথা বলতে আগ্রহ বোধ করেন কি?

২। কথা আটকানো ছাড়াই আদেশ, অনুরোধ, আবেগ-অনুভ‚তি অন্যের কাছে প্রকাশ করতে পারেন কি?

৩। নতুন মানুষের সাথে পরিচিত হতে গেলে তোতলামির জন্য সংকোচ না করে পরিচিত হতে পারেন কি?

৪। যে সকল পরিবেশে তোতলামি হয় সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তোতলামি ছাড়া বলতে পারেন কি?

৫। কথা বলতে সমস্যার কথা প্রকাশ করে। অন্যের সাথে তোতলামি ছাড়া কথা বলতে পারে কি?

#

থেরাপি ল্যাব একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি ইহা একটি অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান। উদ্দেশ্যেঃ প্রতিবন্ধী শিশু ও ব্যক্তির জীবন মান উন্নয়নের জন্য স্বল্পমূল্যে চিকিৎসার টেস্ট/এসেসমেন্ট, থেরাপি,ট্রেনিং এবং কর্মমুখী দক্ষতা উন্নয়নে কাজ করছে।

Follow Us

যোগাযোগ করুন

বাসা- ২৫৭ .রোড-৮ আমতলা কাঁচাবাজার,সেনপাড়া পর্বতা ঈদগাঁ মাঠ ও বায়তুল কারার মসজিদের সামনে মিরপুর ১০,ঢাকা ১২১৬।

(Head Office:01762-030500/01979-030500)(Dhaka:01778-995001)(Thakurgaon :01755-204042)(Panchagarh:01831-707738)

info@therapylabonline.com

Newsletter

আমাদের পাশে থাকুন

©Therapylabonline . All Rights Reserved - 2023