Please Login First for the assessment
চেকলিস্ট– ১
না (0) প্রায় (2) হ্যাঁ (4) মাঝে মধ্যে (3)

প্রশ্ন- ১ : আপনার কথা বুঝতে অন্যদের সমস্যা হয় ?

প্রশ্ন- ২ : বলার সময় মুখ থেকে শুধু বাতাস বের হয়, কিন্তু কথা বের হয়না এমন হয় ?

প্রশ্ন- ৩ : কোলাহলপূর্ণ পরিবেশে আপনার কথা বুঝতে অন্যদের সমস্যা হয় তাই না বলে এড়িয়ে যান ?

প্রশ্ন- ৪ : দিনের প্রহর বা সময়ের সাথে সাথে কণ্ঠস্বরের পরিবর্তন হয় ? যেমন - সকালে ভালো রাতে খারাপের দিকে যাচ্ছে, এমন ?

প্রশ্ন- ৫ : পরিবারের লোকজন আপনার কথা শুনে বুঝতে পারেনা, এমন বলে কি ?

প্রশ্ন- ৬ : কণ্ঠস্বরের এই অবস্থানের জন্য অপরিচিত কারো সাথে মৌখিক যোগাযোগে দ্বিধায় পারেন ?

প্রশ্ন- ৭ : কথা বলার সমস্যার জন্য ফোনে কম কথা বলেন ?

প্রশ্ন- ৮ : কণ্ঠস্বরের সমস্যার জন্য নতুন পরিবেশে অন্যদের কি এড়িয়ে চলেন ?

প্রশ্ন- ৯ : আপনার কথা/কণ্ঠ শুনে কি অন্যরা বিরক্তি প্রকাশ করে ?

প্রশ্ন- ১০ : আপনার কথা/কণ্ঠস্বরের সমস্যার জন্য অন্যরা কি আপনাকে বারবার প্রশ্ন করে বিরক্ত করে ?

প্রশ্ন- ১১ : আপনার কথা/কণ্ঠস্বরের সমস্যার জন্য বন্ধু, আত্মীয়-স্বজন, প্রতিবেশী তাদের সাথে খুব কম কথা বলেন কি ?

প্রশ্ন- ১২ : কথা বুঝতে না পেরে অন্যরা উপহাস মূলক পুনরাবৃত্তি/অনুকরণ করে/ প্রশ্ন করে কি ?

প্রশ্ন- ১৩ : কথা বলার সময় আপনার কণ্ঠস্বর কি ভাঙ্গা এবং শুষ্ক মনে হেয় ?

প্রশ্ন- ১৪ : কথা বলার সময় কণ্ঠস্বর কি বসে যায় বা জড়িয়ে আসে ?

প্রশ্ন- ১৫ : আপনার কণ্ঠস্বরের সমস্যার কথা অন্যদের কে বুঝিয়ে বলতে বিরক্ত বা কষ্ট লাগে ?

প্রশ্ন- ১৬ : আপনার কণ্ঠস্বরের ব্যক্তিগত জীবন ও পারিবারিক ও সামাজিক জীবন যাপনে সমস্যা সৃষ্টি করে ?

প্রশ্ন- ১৭ : আপনার কণ্ঠস্বরের স্পষ্টতা/স্বচ্ছতা অনাকাঙ্ষিত বা অপত্যাশিত এটা আপনার কোন দোষ নয়, এমন কি মনে হয় ?

প্রশ্ন- ১৮ : আপনি কণ্ঠস্বর পরিবর্তনের জন্য বিভিন্ন ধরণের জন্য অন্য কোনো উপায়ে স্পষ্টভাবে বলার চেষ্টা করেন কি ?

প্রশ্ন- ১৯ : কথার অস্পষ্টতার জন্য আপনার কথা বলা সম্পূর্ণ হয়নি কিংবা অপূর্ণতার জন্য মন খারাপ হয় কি ?

প্রশ্ন- ২০ : আপনি স্পষ্ট কথা বলার জন্য প্রচেষ্টার কোনো ত্রুটি/ঘাটতি রাখেননি এমন কি ?

প্রশ্ন- ২১ : বেশি পরিমান কথা বলার সময় আপনার কণ্ঠস্বর ধীরে ধীরে খারাপ হতে থাকে কি ?

প্রশ্ন- ২২ : আপনার কণ্ঠস্বর আপনার কর্মক্ষেত্রে/কর্মজীবনে ক্ষতিরকারণ হয়ে দাড়ায় কি?

প্রশ্ন- ২৩ : আপনার কণ্ঠস্বরের অবস্থা নিয়ে আপনি অসুখী/অখুশি বা হতাশ হন কি ?

প্রশ্ন- ২৪ : আপনার কণ্ঠস্বরের সমস্যার জন্য কি আপনি বাইরে যাওয়াতে বা বহির্গমনে অনিচ্ছুক হয়ে পরেন/কমিয়ে দেন ?

প্রশ্ন- ২৫ : আপনার কণ্ঠস্বর কি আপনার কাছে একটি প্রতিবন্ধকতা/বাধা মনে হয় ?

প্রশ্ন- ২৬ : কথা বলার সময় কথোপকথনের মাঝে স্বর হঠাৎ বন্ধ হয়ে যায় কি ?

প্রশ্ন- ২৭ : আপনার কথা না বুঝে অন্যরা তা পূণরায় জিজ্ঞেস করলে/প্রশ্ন করলে আপনি কি রেগে যান বা রিবক্ত হন ?

প্রশ্ন- ২৮ : অন্যর আপনার কথা বুঝতে না পেরে পুনরায় তা জিজ্ঞেস/প্রশ্ন করলে আপনি কি লজ্জিত বোধ করেন কষ্ট পান ?

প্রশ্ন- ২৯ : আপনার কণ্ঠস্বরের জন্য কি আপনি নিজেকে অদক্ষ মনে করেন/দক্ষতার দিক থেকে পিছিয়ে আছেন এমন মনে হয় কি?

প্রশ্ন- ৩০ : আপনার কেণ্ঠস্বরের জন্য আপনার নিজেকে লজ্জিত, অপরাধী, ছোট মনে হয় কি ?

চেক লিস্ট - 2
না (0) প্রায় (2) হ্যাঁ (4) মাঝে মধ্যে (3)

১. আপনার কি কথা বলতে কষ্ট হয় ?

২. আপনি কি কথা বলতে লজ্জাবোধ করেন ?

৩. কথা বলার সময় কি আপনার কণ্ঠস্বর চেপে আসে ?

৪. আপনি কি নাকে বাজিয়ে কথা বলেন ?

৫. আপনার কণ্ঠ কি অস্বাভাবিক, অন্যরকম বা মেয়েলি ?

৬. আপনি কি সমস্যার জন্য মানুষের সাথে কম মিশেন?

৭. আপনার কণ্ঠস্বর স্বাভাবিক না হওয়ায় আপনি কি কম কথা বলেন ?

৮. আপনি কি অনেক উচ্চস্বরে জোড়ালো শব্দ করে কথা বলেন ?

৯. কথা বলার সময় কি আপনার শরীরের কোনো মাংসপেশি ভাইব্রেশন বা কেঁপে উঠে ? যেমন: চোকের পেশি লাল বা শরীরের কোন অঙ্গ।

১১. আপনি কথা বলার চেয়ে অনেক বেশি ইশারা ইংগিতে প্রকাশ করতে চান ?

১০. কথা বলাল সময় কি কোন মানসিক দুশ্চিন্তা বা ভয় কাজ করে ?

১১. আপনি কথা বলার চেয়ে অনেক বেশি ইশারা ইংগিতে প্রকাশ করতে চান ?

১২. জন্মের পর আপনি কি দেরিতে কথা বলা শিখেছেন?

১২. জন্মের পর আপনি কি দেরিতে কথা বলা শিখেছেন?

১৩. জন্মের পর আপনি কি মাথায় বা শরীরে কোন আঘাত পেয়েছেন?

১৪. আপনার কি শ্বাসকষ্ট বা হাঁপানি জাতীয় কোন রোগ আছে?

১৫. আপনি কি ছেলেমেয়ে উভয়ের সাথে সংকোচ ছাড়াই কথা বলতে পারেন?

১৬. আপনার কাছে কি আপনার কষ্টস্বর বা কথাবলা স্বাভীবিক মনে হয়?

১৭. আপনার কি কোন প্রকার উচ্চারণ জনিত সমস্যা আছে?

১৮. আপান কি অনেক মানুষের ভিড়ে স্বাভাবিক ভাবে কথা বলতে পারেন?

১৯. অপরিচিত মানুষের সাথে স্বাভাবিক ভাবে কথা বলতে পারেন কি ?

২০. কথা বলার সময় কি আপনার স্বর আটকে যায় কষ্ট হয় ?

২১. কথা বলার সময় আপনার কি কাশি আসে?

ভোকাল হাইজিন চেক লিস্ট
না (0) প্রায় (2) হ্যাঁ (4) মাঝে মধ্যে (3)

প্রশ্ন--১ আযালকোহল। বিভিন্ন ধরনের নেশা জাতীয় পানীয় পান করে এমন হয়েছে কি?

প্রশ্ন-২ আপনার কি মনে হয় এলার্জি জাতীয় কোন সমস্যা থেকে স্বরের এমন হয়েছে?

প্রশ্ন-৩ আপনার কোন সহকর্মী, স্ত্রী কিংবা অন্য কারো সাথে ঝগড়া কথা কাটা কাটি করার পর থেকেই এমন সমস্যা হচ্ছে বলে মনে করেন কি?

প্রশ্ন-৪ কোন মিছিল/সৈন্যদলের অংশগ্রহণ মূলক কাজে নেতৃত দিতে গিয়ে উচ্চস্বরে কথা বলতে গিয়ে এমন হয়েছে কি?

প্রশ্ন-৫ আপনি কোন ত্রীড়াবিদ হয়ে থাকলে/খেলাধুলা বিষয়ক কোন কিছুর সাথে জড়িত থেকে চিৎকার করে কথা বলতে গিয়ে এমন হয়েছে কি?

প্রশ্ন -৬ কথা বলার সময় মুখ দিয়ে শ্বাস নিয়ে কথা বলেন, এই জন্য এমন সমস্যা হয়েছে বলে মনে করেন কি?

প্রশ্ন -৭ অতিরিক্ত চা, কফি, চকলেট ইত্যাদি /পানীয় জাতীয় খাবার খেয়ে এমন হয়েছে কি?

প্রশ্ন-৮ বিভিন্ন প্রতিযোগিতা মূলক দলে অংশগ্রহণ করে কথা বলতে গিয়ে এমন হয়েছে?

প্রশ্ন-৯ নির্দিষ্ট জায়গা ভেদে/দূরত্বের জায়গা থেকে উচ্চম্বরে ডাকতে/কথা বলতে গিয়ে এমন হয়েছে কি?

প্রশ্ন-১০ উচ্চস্বরে হাচি কিংবা কাশি দেওয়ার ফলে আপনার এমন হয়েছে কি?

প্রশ্ন-১১ প্রয়োজনের তুলনায় আপনি কি অনেক কম পানি পান করেন? বা অতিরিক্ত পানি স্বল্পতার কারণে হয়েছে কি?

প্রশ্ন-১২ অতিরিক্ত/অতিমাত্রায় ঔষধ সেবনে ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী কিংবা ব্যবস্থাপত্র ছাড়া ঔষধ ব্যবহারে এমন হয়েছে কি?

প্রশ্ন-১৩ কণ্ঠস্বরের জন্য অতিমাত্রায় ক্ষতিকর পরিবেশের সাথে কাজ করে এমন হয়েছে কি? (চালের কল, কাঠের মিল ইত্যাদি)

প্রশ্ন -১৪ ঝামেলাপূর্ণ পরিবেশে যেখানে প্রচুর উচ্চস্বরে কথা বলা লাগে এমন যায়গায় থাকার ফলে এমন হয়েছে কি?

প্রশ্ন-১৫ যে কোন প্রাণী/যে কোন জন্তর মত শব্দ করতে/বলার চেষ্টা করতে গিয়ে এমন হয়েছে কি?

প্রশ্ন-১৬ মাথায় আঘাত বা অন্যকোনো অসুখের ফলে এমন হয়েছে কি?

প্রশ্ন-১৭ বিভিন্ন অভি নকল বা অনুকরণ করতে গিয়ে এমন হয়েছে কি? যেমনঃ (আবৃত্তি করার সময় নানা রকম ভাবে বলা. ফেরি করার সময় বলা) ইত্যাদি।

প্রশ্ন- ১৮ উচ্চস্বরে বলতে/অতি উচ্চ মাত্রায় হাসতে গিয়ে এমন হয়েছে কি?

প্রশ্ন-১৯ ঠান্ডা জনিত কোন সংক্রমণ রোগ থেকে এমন সমস্যা হয়েছে কি?

প্রশ্ন -২০ বিভিন্ন ধরনের ধর্মীয় কথা একই ভঙ্গিতে/একই সুরে পুনরাবৃত্তিমূলক ভাবে বলতে গিয়ে এমন হয়েছে কি?

প্রশ্ন-২১ মাত্রাতিরিক্ত ঘন ঘন উচ্চস্বরে গান গেয়ে এমন হয়েছে কি?

প্রশ্ন-২২ মাত্রাতিরিক্ত চরোশ, গাজা/ধুমপানের জন্য এমন হয়েছে বলে মনে করেন?

প্রশ্ন-২৩ যে কোন ধরনের উচ্চ কোলাহল পূর্ণ পরিবেশে উচ্চস্বরে কথা বলে এমন হয়েছে কি?

প্রশ্ন-২৪ যানবাহনের বিকট শব্দ/বিভিন্ন কোলাহলে উচ্চস্বরে কথা বলতে গিয়ে এমন হয়েছে কি?

প্রশ্ন-২৫ কথা বলার সময় অতিরিক্ত চিন্তাপ্রবণ হওয়াতে এমন হয়েছে কি?

প্রশ্ন-২৬ বিভিন্ন কোলাহল পূর্ণ খেলাধুলা/ত্রীড়া সংক্রান্ত কোন কিছুতে অংশগ্রহণ করতে গিয়ে এমন হয়েছে কি?

প্রশ্ন-২৭ বিভিন্ন ধরনের উচ্চ শব্দ জনিত অভিনয়/কথা বলতে গিয়ে এমন হয়েছে কি?

প্রশ্ন--২৮ কন্ঠস্বর পরিস্কার করতে বার বার গলায় চাপ পরে এমন হয়েছে কি?

প্রশ্ন-২৯ গলা/শ্বাস যন্ত্রের/শ্বাস নালীর সংক্রমণ থেকে এমন হয়েছে কি?

প্রশ্ন-৩০ বিভিন্ন কাল্পনিক চরিত্রের কষ্ঠস্বর/যানবাহনের শব্দ অনুকরণ করতে গিয়ে এমন হয়েছে কি?

প্রশ্ন--৩১ কষ্ঠস্বরে শক্ত কোন আঘাত/কষ্টস্বরের উপর আক্রমনাত্বক কোন পরিস্থিতিতে এমন হয়েছে কি?

প্রশ্ন-৩২ মাত্রাতিরিক্ত/দীর্ঘ সময় ধরে ফিস ফিস করে কথা বলাতে এমন হয়েছে কি?

প্রশ্ন-৩৩ উচ্চমাত্রায় চিৎকার/চেচামেচি করাতে এমন হয়েছে কি?

প্রশ্ন-৩৪ নাইট ক্লাবে অতিরিক্ত সময় কথা বলা বা রাত জেগে চিল্লাচিপ্লি করার ফলে এমন হয়েছে কি?

#

থেরাপি ল্যাব একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি ইহা একটি অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান। উদ্দেশ্যেঃ প্রতিবন্ধী শিশু ও ব্যক্তির জীবন মান উন্নয়নের জন্য স্বল্পমূল্যে চিকিৎসার টেস্ট/এসেসমেন্ট, থেরাপি,ট্রেনিং এবং কর্মমুখী দক্ষতা উন্নয়নে কাজ করছে।

Follow Us

যোগাযোগ করুন

বাসা- ২৫৭ .রোড-৮ আমতলা কাঁচাবাজার,সেনপাড়া পর্বতা ঈদগাঁ মাঠ ও বায়তুল কারার মসজিদের সামনে মিরপুর ১০,ঢাকা ১২১৬।

(Head Office:01762-030500/01979-030500)(Dhaka:01778-995001)(Thakurgaon :01755-204042)(Panchagarh:01831-707738)

info@therapylabonline.com

Newsletter

আমাদের পাশে থাকুন

©Therapylabonline . All Rights Reserved - 2023