Please Login First for the assessment
চেকলিস্ট– ১
না (0) প্রায় (2) হ্যাঁ (4) মাঝে মধ্যে (3)

১। নিজের অংঙ্গ সমূহের (Function of Body Parts) কাজ বুঝাইতে বা দেখাইতে পারে কি?

২। খেলতে খেলতে নিজের নাম ধরে ডাক দিলে ঘুরে তাকায় বা সাড়া দিতে পারে কি?

৩। খেলার সময় পারস্পরিক বা দলগত যোগাযোগ (Co-Operative Play) করতে পারে কি?

৪। শব্দযুক্ত খেলনা (Sound Making Toys) আলো হয় এমন খেলনা (Lighting Toys) এবং অন্যান্য খেলনা ভয় না পেয়ে বা এরিয়ে না গিয়ে স্বাভাবিক ভাবে খেলতে পারে কি?

৫। খেলনাপাতি জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে বিশৃঙ্খল করে পরে তা গুছিয়ে রাখার চেষ্টা করে কি?

৬। খেলনা, পাজল বা বস্তুর সামাঞ্জাস্যতা বুঝে মিলিয়ে রাখতে পারে কি? যেমন-বলের সাথে ব্যাট, খাতার সাথে কলম ইত্যাদি।

৭। ভেজা, অমসৃণ, নরম-গরম, শক্ত অনুভূতির খেলনা হাত দিয়ে ধরে স্বাভবিক ভাবে খেলতে পারে কি?

৮। খেলনার ঘ্রাণ স্বাদ নিতে না চেয়ে বা মুখে নিয়ে কামড় না দিয়ে সুস্থ স্বাভাবিক ভাবে খেলতে পারে কি?

৯। সুনিদির্ষ্ট খেলনা বা বস্তুর প্রতি প্রবল ঝোক বা জেদ না দেখিয়ে স্বাভাবিক থাকতে পারে কি?

১০। একা একা না খেলে অন্যের সাথে মিলে খেলতে চায় কি?

১১। খেলার সময় Fine Motor Activvities (অংঙ্গের সক্ষম-সক্ষম সঞ্চালন এবং সমন্বয়) সঠিক ভাবে করতে পারে কি? যেমন - চাল-ডালের মত এমন ছোট জিনিসপত্র ধরতে পারা, কয়েন বক্সে কয়েন ফেলা ইত্যাদি।

১২। খেলার সময় (Gross Motor Activities) বলে কিক করা, দরজার হুক লাগানো, ভারি বস্তু উত্তলন করা ইত্যাদি সঠিক ভাবে করতে পারে কি?

১৩। খেলার সময় উঁচু থেকে লাফিয়ে নামা, দোলনায় দোলা (Vestribular Activities) সঠিকভাবে করতে পারে কি?

১৪। খেলার সময় ধাক্কা দেওয়া, হামগুড়ি দেওয়া (Proprioceptive Activities) ইত্যাদি সঠিকভাবে করতে পারে কি?

১৫। ফু দিয়ে বেলুন ফোলানো, বাঁশি বাজানো, স্ট্র দিয়ে টেনে খাওয়ার মত খেলা খেলতে পারে কি?

১৬। খেলার সময় লজ্জা বা ভয় (Phobia, Shyness) না পেয়ে স্বাভাবিক ভাবে খেলতে পারে কি?

১৭। খেলার সময় (Stereotype Behaviour) একই খেলা বারবার খেলতে না চেয়ে স্বাভাবিক ভাবে অন্য খেলায় অংশগ্রহণ করতে পারে কি?

১৮। খেলার সময় অন্যকে খামচি কামড় বা আগাত না করে মিলেমিশে মনোযোগ দিতে পারে কি?

১৯। খেলার সময় নিজের ইচ্ছা বা চাওয়া প্রকাশ করতে অনুরোধ করতে পারে কি?

২০। খেলার সময় জেদি আচরণ করে। ধৈর্য ধরে অপেক্ষা করতে বললে শুলে অপেক্ষা করে কি?

#

থেরাপি ল্যাব একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি ইহা একটি অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান। উদ্দেশ্যেঃ প্রতিবন্ধী শিশু ও ব্যক্তির জীবন মান উন্নয়নের জন্য স্বল্পমূল্যে চিকিৎসার টেস্ট/এসেসমেন্ট, থেরাপি,ট্রেনিং এবং কর্মমুখী দক্ষতা উন্নয়নে কাজ করছে।

Follow Us

যোগাযোগ করুন

বাসা- ২৫৭ .রোড-৮ আমতলা কাঁচাবাজার,সেনপাড়া পর্বতা ঈদগাঁ মাঠ ও বায়তুল কারার মসজিদের সামনে মিরপুর ১০,ঢাকা ১২১৬।

(Head Office:01762-030500/01979-030500)(Dhaka:01778-995001)(Thakurgaon :01755-204042)(Panchagarh:01831-707738)

info@therapylabonline.com

Newsletter

আমাদের পাশে থাকুন

©Therapylabonline . All Rights Reserved - 2023