Please Login First for the assessment
ধাপ-১
না (0) প্রায় (2) হ্যাঁ (4) মাঝে মধ্যে (3)

১) দৈনন্দিন কাজে স্মরণশক্তি আগের চেয়ে খারাপের দিকে যাচ্ছে?

২)গুরুত্বপূর্ণ এপোয়েন্টমেন্ট, ইভেন্ট এর দিন তারিখ ভ‚লে যাচ্ছে এটেন্ট করতে সমস্যা হচ্ছে?

৩)ব্যক্তিগত জিনিসপত্র যেমন-চাবি, পার্স, মানিব্যাগ, চশমা, ফোন ইত্যাদি কোথায় রাখছে মনে করতে পারেন?

৪)নিজের যতœআত্তি সংক্রান্ত কাজগুলো যেমন-ঔষুধ খাওয়া, চুল আচরানো ইত্যাদি ভ‚লে যায়?

৫)যে কাজটি আগে ভালোভাবে পারতো যেমন-সাইকেল, গাড়ি, কম্পিউটার, মোবাইল এপস চালানো এখন তা ভ‚লে যাচ্ছে?

৬)একদিনে একই প্রশ্ন, একই কাজ বারবার করতে থাকে? কিছুক্ষণ আগে বলেছিল/করেছিল তা ভ‚লে যাচ্ছে

৭)নতুন বা অপরিচিত জায়গায় গেলে বিভ্রান্ত এবং দিশাহারা হয়ে পরে বা হারিয়ে যায়?

৮)নিজের শখের কাজগুলি করতে আগের মত আগ্রহ বোধ করেনা। ভ‚লে যাচ্ছে? পছন্দের/শখের কাজগুরি কি ছিল বলতেই পারেনা?

ধাপ-২
না (0) প্রায় (2) হ্যাঁ (4) মাঝে মধ্যে (3)

৯) কি বার, কত তারিখ, কোন সাল ইত্যাদি আগের মত মনে রাখতে পারছেন?

১০) পরিচিত জিনিস পত্রের নাম মনে করতে দ্বিধাদ্বন্দ ছাড়ায় নাম বলতে পারেন?

১১) পরিবারের সদস্য এবং নিকট আত্মীয় বন্ধু বান্ধবদের নাম মনে করতে বা তাদের চিনতে পারে?

১২) শরীরের অংঙ্গ সমূহের নাম অবস্থান অনুভুতি সম্পর্কে জিজ্ঞেস করলে সঠিক উত্তর দিতে পারে?

১৩)বাসার ঠিকান এবং যেখানে এখন অবস্থান করছেন সে সম্পর্কিক কত্য বলতে পারে?

১৪) নিজের স্কুল, কলেজ, ভার্সিটি, চাকুরি সম্পর্কে সঠিক তথ্য স্মরণ করতে পারেন?

১৫) এখন কোন ঋতু এবং এর পরের ঋতু কি হবে, পূর্বের ঋতু কি কেমন ছিল এই ব্যাপারে সঠিক তথ্য বলতে পারেন?

১৬) এখন যে পোশাক পরে আছেন তার রং ও ধরনের ব্যাপারে সঠিক বক্তব্য দিতে পারেন?

১৭) আকার (তিনকোনা, চারকোনা) আকৃতি ছোট, বড়, মাঝারি) অবস্থঅন (উপর-নিচ, ডানে-বামে) সর্বনাম (আমার-তোমার) বিশেষণ (ভালো-মন্দ) তুলনা করা ইত্যাদির ব্যাপারে আগের মত সঠিক বক্তব্য দিতে পারেন?

১৮) অটোমেটিক স্পিচ যেমন-১২৩.., কখগ...,শনি-রবি-সোবম...বলার ক্ষেত্রে কোনটার পরে কোনটা?

19)WHQ অর্থাৎ কে? কি? কেন? কখন?কি ভাবে? কার সাথে? এর উত্তর আগের মত দিতে পারেন?

২০)হা এবং না এনালঅইসিস করতে পারেন? যদি কল দেখিয়ে বলা হয় এইটা কি চিরুনী? হ্যাঁ/না-এর দ্বারা বা মাথা ঝাকিয়ে সঠিক উত্তর দিতে পারেন?

২১)না বোধক বাক্য এনালঅইসিস করতে পারেন কি? যেমন-ফোন আর কাপ দেখিয়ে যদি বলা হয় কোনটা দিয়ে চা খাইনা? চিন্তা কিরে সঠিক বক্তব্য দিতে পারেন?

২২) ক্যাটাগরি অনুযায়ী বিষয় বস্তু সাজাতে পারেন? বা বলতে পারে কি? যেমন-৫টি ফল, ৫টি ফুল, পশু সবজি আলাদা-আলাদাভঅবে সাজাতে পারে? বা বলতে পারে?

23) Guess what it could be? অর্থাৎ পাজল, সুডোকু, ধাঁধা ইত্যাদি মিলাতে পারেন?

24)Association যেমন-জুতা সাথে মোজা, পেস্টের সাথে ব্রাশ, কাপের সাথে প্রিজের Associate বোঝতে পারে?

২৫)অতীতরে কোন ঘটনা (বিয়ে চাকুরী, বাচ্চার জন্ম ইত্যাদি সংশয় ছাড়া র্বননা করতে পারনে?

26)Picture Description এর সময় বাক্যের এগ্রিমেন্ট অনুযায়ী বর্ননা করতে পারে?

27)Rearrange according to order করতে বা মিলাতে পারেন?

28)Problem solving গানিতিক-যোগ, বিয়োগ, গুন, ভাগ। গলে।পর সিকুয়েন্স অনুযায়ী শেষে কি হবে ইত্যাদি বুঝে বলতে পারেন?

29)Working Memory Task এ সঠিক বক্তব্য দিতে পারে?

30)Prediction Memory Task এ সঠিক বক্তব্য দিতে পারে?

31)Basic verbal reasoning task এ সঠিক বক্তব্য দিতে পারে?

৩২) টয়লেটে গিয়ে আগের মত নিজে নিজে গোসুল করা পরিস্কার পরিচ্ছন্ন হতে পারে?

৩৩) আগের মত নিজে নিজে কাপড় পরতে খুলতে পারে বা নিজের কাপড় নিজেই ঠিক করতে পারে

৩৪) আগের মত নিজে নিজে খাবার তুলে খেতে পারেন বা খাবার ক্ষেত্রে পছন্দ/অপছন্দ বোঝাতে পারেন?

৩৫)নিজেকে পরিপাটি রাখার ব্যাপারে সাজগোজ করতে পারে বা নামাজ রোজার ব্যাপারে পাক পবিত্রতা রক্ষার ব্যাপারে আগের মত সচেতন থাকে?

৩৬)বাইড়ে একা একা গেলে ফিরে আসতে পারেন?বা ফোন নাম্বারে ফোন দিতে ঠিকানা খুজতে পারে?

৩৭) খাবারের স্বাদ ঘ্রাণের ব্যাপার আগের মত সঠিক তথ্র স্বরণ করে বলতে পারে?

৩৮)নিজের সাক্ষর মোবাইল নাম্বার ব্যাংক হিসাবে নাম্বার সম্পরকে আগের মত সটিক তথ্য স্মরণ করতে পারেন?

#

থেরাপি ল্যাব একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি ইহা একটি অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান। উদ্দেশ্যেঃ প্রতিবন্ধী শিশু ও ব্যক্তির জীবন মান উন্নয়নের জন্য স্বল্পমূল্যে চিকিৎসার টেস্ট/এসেসমেন্ট, থেরাপি,ট্রেনিং এবং কর্মমুখী দক্ষতা উন্নয়নে কাজ করছে।

Follow Us

যোগাযোগ করুন

বাসা- ২৫৭ .রোড-৮ আমতলা কাঁচাবাজার,সেনপাড়া পর্বতা ঈদগাঁ মাঠ ও বায়তুল কারার মসজিদের সামনে মিরপুর ১০,ঢাকা ১২১৬।

(Head Office:01762-030500/01979-030500)(Dhaka:01778-995001)(Thakurgaon :01755-204042)(Panchagarh:01831-707738)

info@therapylabonline.com

Newsletter

আমাদের পাশে থাকুন

©Therapylabonline . All Rights Reserved - 2023